শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | KUNAL: কে বিভীষণ? একে অপরের দিকে ইঙ্গিত কুণাল এবং তমোঘ্নর

Sumit | ০৩ এপ্রিল ২০২৪ ২০ : ০২Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বিভীষণ কে? খুঁজছে উত্তর কলকাতা। যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষের ইঙ্গিত উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের দিকে। কুণালের দাবি, উত্তর কলকাতার বিজেপি সভাপতি কাজ করছেন তৃণমূলের হয়ে। পাল্টা দিতে ছাড়েননি তমোঘ্নও। বিভীষণ প্রশ্নে তাঁরও ইঙ্গিত কুণালের দিকেই।
বুধবার একটি সংবাদ মাধ্যমের সামনে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রসঙ্গে কুণাল দাবি করেন, সাধারণ মানুষের পাশাপাশি বাইরে থেকেও সমর্থন তাঁদের দিকে আসছে। অন্য দলের একাংশ এমনকী খোদ জেলা সভাপতিও পাশে আছেন বলে তিনি বলেন। যার জন্য তৃণমূলের কর্মীরা বিজেপির জেলা সভাপতির প্রশংসা করছেন বলেই তৃণমূলের এই নেতা জানান।
অভিযোগের জবাব দিতে দেরি করেননি তমোঘ্ন। পাল্টা দাবি করে তিনি বলেন, তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য তাঁদের কাছে তথ্য পাঠানো ছাড়াও কুণাল বরানগর উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে সহায়তা করছেন।
যদিও এবিষয়ে সুদীপের দাবি, দলের নেতা-কর্মীদের সাহায্যে তিনি পরিপূর্ণ। বাইরের কোনও সাহায্যের তাঁর দরকার নেই।
অন্যদিকে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় জানিয়েছেন, জেলা সভাপতি হিসেবে তমোঘ্নর একটা বাড়তি দায় আছে। আর পাঁচটা দলের সঙ্গে বিজেপিকে গুলিয়ে ফেলা যায় না।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24